বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের

 

কারিগরী ত্রুটি ও যন্ত্রাংশের অভাবে বন্ধ হয়ে পড়েছে দিনাজপুর বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎ উৎপাদনসোমবার সন্ধ্যায় তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। গড়ে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হোতো এই ইউনিট থেকে। ৩০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩য় ইউনিটটি এই বিদ্যুৎ কেন্দ্রের একমাত্র সচল ইউনিট। ১ম ও ২য় ইউনিটদুটি আগে থেকেই বন্ধ ছিলো। এ কেন্দ্রের ছো্টো-খাটো মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের জন্য চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হার্বিন ইন্টারন্যাশ্নাল এর সাথে একটি পাঁচ বছর মেয়াদি চুক্তি রয়েছে। কিন্তু কতৃপক্ষ বলছে তারা এই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেনা। 

কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিটের উৎপাদন কার্যক্রম চালু রাখতে দুটি ইলেক্ট্রো-হাইড্রোলিক অয়েল পাম্প প্রয়োজন। কিন্তু ২০২২ সাল থেকে তৃতীয় ইউনিটের দুটি পাম্পের মধ্যে একটি বিকল থাকায় একটিমাত্র পাম্প দিয়ে ঝুঁকিপূর্ণভাবে উৎপাদন চলছিল। একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হলেও কোনো সমাধান আসেনি।গতকাল অবশিষ্ট পাম্পটিতে ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়। কতৃপক্ষ চায়না ঠিকাদার প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা করেছে বলে জানা গেছে

প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলে, 'চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুনরায় জানানো হয়েছে এবং তারা মেরামতের জন্য দুই সপ্তাহ সময় চেয়েছে। চীন থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌঁছালে আবার উৎপাদন শুরু করা সম্ভব হবে।'


Post a Comment

Previous Post Next Post