ভোলায় ৫.১০৯ টিএসএফ গ্যাসের সন্ধান

 দেশের দক্ষিনাঞ্চলের দীপজেলা ভোলায় ৫.১০৯ টিএসএফ গ্যাসের সন্ধান পেয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রম। পেট্রোবাংলা এবং বাপেক্স এর সাথে চুক্তির ভিত্তিতে চার বছর ধরে অনুসন্ধান চালিয়ে প্রায় সাড়ে ৬ লক্ষ কোটি টাকা বাজার মুল্যের এ গ্যাসের অনুসন্ধান পায় কোম্পানিটি। 

গ্যাজপ্রমের মুখপাত্র বলেন, ‘এই গবেষণাটি আন্তর্জাতিক নিয়মকানুন অনুসরণ করে পরিচালিত হয়েছে। গবেষণায় সিসমিক ডাটা, তেলক্ষেত্রের তথ্য এবং কোর ডাটার বিশ্লেষণ করা হয়েছে। এতে আধুনিক প্রযুক্তি, উন্নত সফটওয়্যার, সুপার কম্পিউটার সিস্টেম এবং উচ্চমানের ল্যাব ব্যবহারের কারণে গবেষণার তথ্যগুলো অত্যন্ত নির্ভরযোগ্য।’

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার জানান, ‘ভোলা এলাকা আমাদের জন্য সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল। গবেষণার প্রতিবেদনকে ভিত্তি করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনার জন্য ভোলা থেকে বরিশাল এবং বরিশাল থেকে খুলনা পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

Post a Comment

Previous Post Next Post