শাহরিয়ার কবির ও সাবেক রেলমন্ত্রী সুজন গ্রেপ্তার

শাহরিয়ার কবিরকে রাজধানীর বনানী থেকে সোমবার রাত ১২টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে যাত্রাবাড়ীসহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের করা একাধিক হত্যা মামলায় অভিযোগ আনা হয়েছে। সূত্র অনুযায়ী, এসব মামলার এজাহারে তার নাম রয়েছে। তাকে মঙ্গলবার আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে। শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ দায়ের করা মামলায় তার নাম রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ২৩ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। 

এছাড়া সোমবার রাত ১০টার দিকে সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন জানিয়েছেন যে, যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলার ভিত্তিতে নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নুরুল ইসলাম সুজন ২০০৮ সাল থেকে  টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি রেলপথমন্ত্রী হিসেবে শপথ নেন।



Post a Comment

Previous Post Next Post