জাতিসংঘের অধিবেশনে যে বিষয়গুলো প্রাধান্য পাবে

 এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশন সম্ভবত অতীতের সকল অধিবেশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ।

সম্প্রতি লেবাননে পেজার বিষ্ফোরণকে কেন্দ্র করে  হিজবুল্লাহ ইসরাইল তিব্র সংঘাতের সম্ভবনা, বিদ্ধস্ত গাজা পরিস্থিতি, ইরান সহ থমথমে মধ্যপ্রাচ্য, ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভিন্ন বাক, সুদানের গৃহযুদ্ধের ফলে সৃষ্ট দুর্ভিক্ষ এবং অতি সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া অভ্যুত্থানের পর থেকে ভারতের সাথে মনস্তাত্ত্বিক দুরুত্ব এই বিষয়গুলো যখন বিশ্বরাজনীতিতে আলোচনায় ঠিক সেই সময় নেতাদের একসাথে বসার সুজোগ সৃষ্টি হতে যাচ্ছে ৭৯ তম এই অধিবেশনের মাধ্যমে।

এএফপি এর তথ্যমতে, এই বিষয়গুলোই এবারের অধিবেশনে মুল প্রাধান্য পাবে। যেহেতু ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু, ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অধিবেশনে যোগ দেয়ার কথা রয়েছে তাই তাদের উপস্থিতিতে এই সমস্যাগুলোর কোন সমাধান আশা করা যায়। যদিও এমন পরিস্থিতিতে এই নেতাদের মধ্যে কোন দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নেই তথাপি যুক্তরাষ্ট্রের নির্বাচনের সামনে দাড়িয়ে তাদের নমনীয় হস্তক্ষেপ আশা করাই যায়। 

ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হচ্ছেনা ড. ইউনুসের। তবে ভারতের  পররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের আলোচনা দুদেশের সম্পর্ক জোরদারে ভুমিকা রাখবে। 

উক্ত সফরে প্রধান উপদেষ্টা নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন,জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট এবং ইউএসএআইডির প্রশাসকের সাথে আলোচনা করবেন বলে পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post