দেশব্যাপী শহীদী মার্চ পালন

ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক সরকারের পতনের একমাস পুর্তিতে আজ দেশব্যাপী শহীদী মার্চ পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলন। গত ৫ আগষ্ট তুমুল গণ-আন্দলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাদ্ধ্য হয় প্রায় সাড়ে পনের বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা। দেশ পেয়েছে স্বৈরশাসনের হাত থেকে। তবে এই প্রাপ্তির পেছনে রয়েছে অসংখ্য প্রাণ। আবু সাঈদ, মুগ্ধ সহ হাজারো মানুষ গুলিবিদ্ধ হন। এ পর্জন্ত ৭২৪ জন মৃতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকেই। এক মাসেও মেলেনি অনেকের খোঁজ। এই সব শহীদদের স্বরনে এবং আহতদের সুস্থতা কামণায় আজ পালন হচ্ছে শহীদী মার্চ। বিপুল পরিমান ছাত্র-জনতার অংশগ্রহণে মুখরিত রাজু ভাষ্কর্য সহ টিএসসি চত্তর।

বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্য থেকে শুরু হবে শহীদী মার্চ এর কর্মসুচী। রাজু ভাষ্কর্য থেকে নিলখেত হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে শাহাবাগ হয়ে শহীদ মিনারে শেষ হবে মিছল। এছাড়াও বিভিন্ন জেলায় স্থানীয় পর্যায়ে পালন হচ্ছে বিভিন্ন কর্মসূচী।

Post a Comment

Previous Post Next Post