বেক্সিমকোর শ্রমিকদের বিগবস কারখানায় অগ্নিসংযোগ

 বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা বিগবস নামের একটি কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে। আজ সকাল থেকেই বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। 

এক পর্যায়ে অন্যান্য কারখানাগুলো বন্ধ করতে বিভিন্ন কারখানায় হামলা ও ভাংচুর শুরু করে। সকাল সাড়ে এগারোটার দিকে তারা বিগবস কারখানার ওয়ারহাউজে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা সড়কও অবরোধ করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাঁদের একটি গাড়িতে ভাঙচুর করলে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন।

Post a Comment

Previous Post Next Post