প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ


পদত্যাগ করার ঘোষণা দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে সিইসি এই ঘোষণা দেন। এসময় নির্বাচন ভবনের বাইরে হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করেন একদল লোক। পরিস্থিতি সামাল দিতে সেখানে সেনাসদস্যদের অবস্থান করতে দেখা যায়।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দপ্তরে সন্সকারের উদ্যোগ নিলে প্রধান নির্বাচন কমিশনারের বিষয়েও আপত্তি তোলেন অনেকেই। ইতোমধ্যে বিচার বিভাগ, জনপ্রশাসন ও পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের মধ্য দিয়ে নির্বাচন কমিশনেও সংস্কারের পথ উন্মুক্ত হলো। তার সাথে পদত্যাগ করেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান, মো. আলমগীর উপস্থিত, কমিশনার রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমানকাজী হাবিবুল আউয়াল গত ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।


Post a Comment

Previous Post Next Post