ইসলামি ব্যাংক নিয়ে নতুন আশা নবনির্বাচিত চ্যায়ারম্যানের

 ইসলামি ব্যাংকের মোট খেলাফি  অর্ধেকের বেশি নিয়েছে আলোচিত এস আলম গ্রুপ। এমনটাই বলেছেন ব্যাংকটির চ্যায়ারম্যান জনাব ওবায়েদ উল্লাহ আল মাসুদ। গতকাল বাংলাদেশ ব্যাংক এর গভর্নর এর সাথে আলোচনার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় একথা জানান তিনি। 



তিনি জানান ব্যাংক এ ঘটে যাওয়া অনিয়মের নিরিক্ষায় তিনিটি ফার্ম কাজ করবে। এর একটি ফার্ম ইনভেষ্টমেণ্ট, একটি ট্রেজারী ও ট্রেজারী এবং আর একটি ফার্ম এইচ আর ও প্রকিউরমেন্ট নিরিক্ষা করবে। 

বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যমতে এ ব্যাংকটির খেলাফি ণ এর পরিমান অন্তত ১ লাখ ৭৫ হাজার কোটি টাকা। এস আলমের নিয়ন্ত্রণাধিন থাকার সময় অনিয়মের কারণে গ্রাহক, শেয়ার হোল্ডার ও যারা রেমিট্যান্স পাঠাতেন সবাই এ ব্যাংক এর উপর আস্থা হারিয়ে ফেলেছেন, এমনটাই জানিয়েছেন জনাব ওবায়েদ উল্লাহ। 

তবে দ্রুত এই সমস্যা কাটিয়ে উঠবে এমনটাই আশা নবনির্বাচিত এই চ্যায়ারম্যানের। তিনি ২০২৫-২৬ কে ঘুরে দাঁড়ানোর বছর এবং ২৭-২৯ সালকে এগিয়ে যাওয়ার বছর হিসেবে ঘোষনা করেছেন।

Post a Comment

Previous Post Next Post